
নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার শরিফে তিন দিনব্যাপী ঐতিহাসিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু হয়েছে। আজ শনিবার বাদ ফজর পবিত্র ফাতেহা পাঠের মাধ্যমে এই ওরস ও ইজতেমা শুরু হয়।
মহান আল্লাহ তায়ালার বাণী ও রাসুল (সা.) এর তরিকার আলোকে এই ধর্মীয় অনুষ্ঠান চলছে। দরবার শরিফে পীর ও মুর্শিদ কুতুববাগীর পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়।
এবারের ওরস শরিফে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত ও ফারেফত বিষয়ে মহামূল্যবান আলোচনা করবেন দেশবরেণ্য সুন্নি ওলামায়েকেরাম।
বৈশ্বিক দুর্যোগ করোনাকালে ওসর শরিফে আগত সকল আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিকে সতর্কভাবে মাস্ক পরিধান করে, ওরস শরিফে অংশ নেবার জন্য আহ্বান জানিয়েছেন খাজাবাবা কুতুববাগী।
২৯ মার্চ ( সোমবার) বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।