
গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেন।
জানা যায়, আজ সকালে টঙ্গীর মিলগেট এলাকায় হঠাৎ একটি তুলার গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ততক্ষণে ৩০টি ঝুট ও তুলার গুদামের মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তুলার গুদামে আগুল লাগার বিষয়টি নিশ্চিত করেন এবং তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানান।