
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধীর বাড়িতে অনধিকার প্রবেশ, হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার আসামিদের আদালতের নির্দেশে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওই গ্রামের প্রতিবন্ধী বিমল চন্দ্র রায় বাদী হয়ে ১৯ মার্চ পীরগঞ্জ থানায় ৯ জন ও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় তালিকাভুক্ত মঞ্জিল হোসেন, মো. মামুন ও মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ওইদিন রাতে থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কুদ্দুস (জনি), ইমরান হোসেন, মেহেদী হাসান, জাকারিয়া শেখ (আপন), মাসুদ রানা, শ্যামল দাস ও সাইফুল ইসলাম।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর আলম জানান, বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।