
কাঁচপুরে সেতু এলাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে ঢাকাগামী অজ্ঞাত এক গাড়ি চাপায় আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় ও ঘাতক গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে।’