
হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার দ্বিগম্বর বাজারে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই উপজেলার লামাপুটিজুরী গ্রামের সঞ্জিত রায় কাঁচা মালের ব্যবসা করেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে দ্বিগাম্বর বাজারে তিন তলা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সঞ্জিত রায় সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।
নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, মা ও মেয়ে দু’জনেরই গলায় কাটা দাগ রয়েছে। মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।