
যশোর জেলায় করোনার টিকা গ্রহীতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় ভ্যাকসিন গ্রহণ করেছেন এক লাখ ৩৮৩ জন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের পর ৩৮ দিনেই টিকা গ্রহীতার সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। প্রথম দফায় যশোর জেলার জন্য ৯৬ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। এ জেলায় টিকা গ্রহণের ব্যাপারে মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়ায় সরকার ১০ মার্চ আরও ২০ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়।
তবে টিকা প্রদানের সাফল্যের পাশাপাশি বর্তমানে যশোরাঞ্চলে আবারও করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত কোভিড হাসপাতালগুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। মঙ্গলবার অনুষ্ঠিত এ কমিটির সভা থেকে মাস্ক পরা বাধ্যতামূলক, সকল সামাজিক অনুষ্ঠান সংক্ষিপ্ত করা, নামাজের আগে ও পরে করোনা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ডেপুটি কমান্ড্যান্ট জিনিয়া, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।