Trending Now

আরও ৬ মাস পাওয়া যাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আরও ৬ মাস পাওয়া যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গত বৃহস্পতিবার প্রকাশিত এক গেজেটে এই নির্দেশনা দেয়া হয়েছে।

গেজেটে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত মাস্ক, স্যানিটাইজার, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার উৎপাদনের প্রধান কাঁচামালসহ এন-৯৫ ও কেএন-৯৫ মাস্ক, ফেস শিল্ড, কোভিড টেস্টের কিটসহ দেশে মাস্ক ও পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধায় বিনাশুল্কে আমদানি করা যাবে।

 

এ সময় পর্যন্ত এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর বা মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি সুবিধা বহাল থাকবে।

এর আগে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্থানীয় চাহিদা মেটানো ও বিদেশে রপ্তানি সুবিধার কথা বিবেচনা করে গত বছরের ৫ অক্টোবর সংস্থাটির জারি করা প্রজ্ঞাপনে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়েছিল।

About STAR CHANNEL

Check Also

বাজার নিয়ন্ত্রণে আরও ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি

দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আরও ৬৩ বেসরকারি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *