২০২০কে বিদায় জানিয়ে এবার স্বাগত জানানোর সময় ২০২১ সালকে। একটি বছরে অনেক কিছু শিখিয়েছে, কাছের মানুষকে কেড়েছে। কিন্তু নতুনে সে সব ভুলে আর যা কিছু নতুন, তাকে ঘিরে আমাদের মনে থাকুক শুভ চিন্তা। দুঃখ, দারিদ্র আর মহামারি অনেক কিছু ঘটেছে এই বছরে। অনেকেই এই বছরকে অভিশপ্ত বছরও মনে করেন ।
সে যাই হোক, বছর শেষে সবাই নতুন বছরের আনন্দে মেতে উঠেছে । New Year মানেই নতুন বছরের সেলিব্রেশন ।