মহামারী করোনাভাইরাসের টিকা এখনো সহজলভ্য হয়নি। হাতে গোণা কয়েকটি দেশ এ টিকা অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণ ও মেডিকেল কর্মীদের ওপর প্রয়োগ করছে। বাকি দেশগুলো এখনো টিকার অপেক্ষায়।
এরইমধ্যে করোনার টিকার ৫০০ ডোজ নষ্ট করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের এক হাসপাতাল কর্মীর বিরুদ্ধে। তাকে চাকরিচ্যুত করার পর গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ঘটেছে এমন ঘটনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উইসকনসিনের পুলিশ জানায়, ওই হাসপাতাল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অরোরা মেডিকেল সেন্টারের ওই কর্মী ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলাবাহিনী ও কেন্দ্রীয় সরকার।