
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় ২৭৪ বোতল বিদেশী ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার সিঙ্গীমারী এলাকায় শ্রী সুকলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৩৫) , একই জেলার হাতিবান্দা থানার পূর্ব সিন্দুর্না এলাকায় রফিকুল ইসলাম ছেলে ফরহাদ হোসেন (২১)।
র্যাবে অভিমান সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের জানতে পারে ফেন্সিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উত্তর হিজলতলী শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর পূর্ব পাশে মৃথিলা সাভিসিং সেন্টার এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। এসময় ২৭৪ বোতল বিদেশী ফেন্সিডিল, একটি ট্রাক, নগদ ১০৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাজীপুর র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করা হয়েছে।