নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে মজুদকৃত পাথর ৬০ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিলাম ডাক দেয়া হয়। এ নিলাম ডাকে ২৬ জন অংশ নেন। তারমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাবেক স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের ভাই তুহিনময় বিশ্বাস পাথরগুলো কিনে নেন।
উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীর দুই পাড়ে অবৈধভাবে মজুদ করা হয় এই পাথর।
নিলাম কমিটির আহবায়ক ও ইউএনও মো. সোহেল রানা জানান, ২৬ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা তুহিনময় বিশ্বাস এর নিকট ৬০ লাখ ৫০ হাজার টাকায় অবৈধভাবে মজুদকৃত ১ লাখ ৯৮ হাজার ঘনফুট নুড়ি পাথর বিক্রি করা হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে।