চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৃথক এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে ও বাকিলা ইউনিয়নের খলাপাড়ায় এ দুই ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে শাখাওয়াত (২) ও বাকিলা ইউনিয়নের খলাপাড়া খাঁন বাড়ির আবুল কালাম খাঁর ছেলে ফয়সাল (৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে পানিতে ডুবে যায় হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের শাখাওয়াত ও বাকিলা খলাপাড়ার ফয়সাল। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।