Trending Now

ছয় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে নাইটক্লাবের মালিক

 

বন্ধুর বিয়েতে নিজের অন্তঃসত্ত্বা ৬ প্রেমিকাকে নিয়ে গিয়ে আলোচনায় উঠে এসেছেন নাইরেরিয়ার একটি নাইটক্লাবের মালিক। তার নাম মাইক এজে নাওয়েলি নাওগুর। তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তার এই ছবি ও ভিডিও আপলোড করেছেন।

তার বন্ধু দেশের বিনোদন জগৎ অর্থাৎ নলিউডের বিখ্যাত অভিনেতা উইলিয়াম উচেম্বা। সম্প্রতি তার বিয়েতেই সবার নজর কাড়েন তিনি।

মাইক এজে নাওয়েলি নাওগুর জানিয়েছেন, ছয় সঙ্গিনীর সন্তানের পিতা তিনিই। একই বাড়িতে থাকেন সবাই। সেজেগুজেই বিয়েতে গিয়েছিলেন নাওগু। নিজে পরেছিলেন গোলাপি রঙের স্যুট। মাথার চুল রাঙিয়েছিলেন সোনালি রঙে। সঙ্গিনীদের সাজিয়েছিলেন রূপালি পোশাকে।

 

বিয়ের বাড়িতে প্রবেশের ভিডিও’ও পোস্ট করেছেন নাওগু। সেখানে আবার প্রত্যেক সঙ্গিনীকে পরম ভালোবাসায় হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে তিনি। চুম্বনে ভরিয়ে দেন তাদের বেবি বাম্প।

নাওগুর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নাইজেরিয়ায় হইচই পড়ে গেছে। তবে নিজের এই খ্যাতি বেশ উপভোগ করছেন তিনি।

About STAR CHANNEL

Check Also

গায়ক থেকে অভিনেতা কামরুজ্জামান রাব্বি

তাকে সবাই গানের মানুষ হিসেবেই জানে। ‘আমিতো ভালা না, ভালা লইয়াই থাইকো’ এর কল্যাণে অল্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *