লালমনিরহাটের আদিতমারীতে বালুবাহী একটি ট্রলি চাপায় আলেপ উদ্দিন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নামুড়ি মহিষাশ্বহর বাইপাস সড়কের ম্যালম্যালির বাজারে এ দুর্ঘটনা ঘটে। আলেপ উদ্দিন ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর নামুড়ি বাইপাস সড়ক হয়ে বাজারে যাচ্ছিলেন আলেপ উদ্দিন। এ সময় পেছন থেকে আসা বালুবাহী একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।